গতানুগতিক অনলাইনভিত্তিক চাকরি খোঁজার ওয়েবসাইট থেকে কম্পিউটারের সামনে বসে চাকরি খোঁজার মতো বিড়ম্বনা আর কি থাকতে পারে? এতো কিছুর পরেও অনেকে পাচ্ছেন না তাদের পছন্দের চাকরি। এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে এসেছে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের জব পোর্টাল “ওয়ান মিনিট জবস”।

প্রতিযোগীতার এই জব মার্কেটে সময়ের মূল্য অনেক বেশি। লোকে বলে, মনমতো চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতোই। কেননা প্রতিদিন জব মার্কেটে যোগ হচ্ছে লাখো তরুন। প্রতিযোগিতা বাড়ছে কাঙ্খিত একটি কাজের জন্য। চাকরি দেওয়ার প্রতিষ্ঠানগুলোও খুজছে তাদের পছন্দের প্রার্থীকে। তবে হন্যে হয়ে এ দিক সেদিক ঘোরাঘুরি করে কাজের খোঁজ করার দিন শেষ। চাকরিপ্রার্থীদের অনলাইন জব পোর্টাল ওয়ান মিনিট জবস থেকেই মিলবে কাঙ্খিত চাকরী।

অন্যান্য সকল জব পোর্টাল থেকে চাকরিপ্রার্থীদের অনলাইন জব পোর্টাল “ওয়ান মিনিটস জবস” আলাদা কারন এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করার পাশাপাশি কোম্পানিগুলোও তাদের প্রয়োজন অনুযায়ী প্রার্থীকে নির্বাচন করতে পারবে মাত্র এক মিনিটের মধ্যে এবং কোন ধরনের ঝামেলা ছাড়াই। “ওয়ান মিনিট জবস” ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে আবেদনকারীরা তাদের পছন্দ অনুযায়ী সেক্টরে জীবনবৃত্তান্ত আপলোড করে রাখবে এবং সেখান থেকে কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী প্রার্থীকে নির্বাচন করবে। এর মাধ্যমে আবেদনকারী ও প্রতিষ্ঠানগুলোর সময় ও শ্রম দুইটাই লাঘব হবে।

কোন প্রতিষ্ঠানে কখন, কি কাজে, কোন বিষয়ে লোক নিয়োগ দিবে সেটা জানতে এখন আর সেই প্রতিষ্ঠান গিয়ে খোঁজ নেওয়া বা সংবাদপত্রে চাকরির বিজ্ঞাপন ছাপার অপেক্ষায় থাকতে হবে না। চাকরিপ্রার্থীদের অনলাইন জব পোর্টাল “ওয়ান মিনিট জবস” এর মাধ্যমে অনলাইনে ঘরে বসেই জানা যাবে সে খবর এবং করা যাবে পছন্দের জবের জন্য আবেদন।